প্রকাশিত: Thu, Apr 18, 2024 1:19 PM
আপডেট: Sun, May 19, 2024 8:51 AM

অদক্ষ শ্রমিকের জন্য পৃথিবীর দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে

 ফজলুল বারী : একাত্তর টিভিতে আলোচনার বিষয় সৌদি আরব গিয়ে কাজ পাচ্ছেন না আমাদের শ্রমিকরা। কাজ পেলেও বেতন খুব কম। কারণ কি জানেন? প্রথমে ভাষা। দ্বিতীয়ত অদক্ষ শ্রমিক। যে দেশে যাবেন ভাষা জানলে কাজ পাওয়া যায় সহজে। অদক্ষ শ্রমিকের জন্য পৃথিবীর দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। কাজটা শ্রমিকের, কিন্তু যারা যাচ্ছেন তাদের দেশে কামলা দেবার অভ্যাস মানসিকতা ছিলনা। বাধ্য হয়ে এক পর্যায়ে যখন শ্রমিকের কাজ করতে শুরু করেন তখন মন খারাপ থাকে।  এরা ধীরগতির হয়। ভালো বেতনের প্রতিষ্ঠান এদের কাজে নেয় না। নিলেও এক-দুদিন দেখে পরে আর শিফট দেয় না। 

অতপর এরা বাধ্য হয়ে বাংলাদেশিদের অধীনে খুব অল্প বেতনে কাজ করেন। ফ্রি ভিসা বলে পৃথিবীতে কোনো ভিসা নেই। এটা আসলে ভিজিট ভিসা। এতে কাজ করা যায় না। কাজ পাওয়া যায় না। আমি দেশের বিভিন্ন মন্ত্রী, প্রভাবশালীদের পেলেই বলি, মাদ্রাসার ছাত্রদের পাঠান। তারা আরবি জানেন। বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের সেভাবে মানসিকভাবে তৈরি করা হচ্ছে না। এরা অনেকেই ধর্মীয় টাকা পেতে আগ্রহী। বিদেশে শ্রমিক হয়ে টাকা আয়ে আগ্রহী নয়। ফেসবুক থেকে